থ্যালাসেমিয়া একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেনস্বল্পতা বা “অ্যানিমিয়া”তে ভুগে থাকেন।
Discy Latest Questions
অনলাইনে ইনকাম অনেক ওয়েবসাইটেই করা যায়৷ কী পরিমাণ আয় করা যাবে সেটা নির্ভর করে আপনার দক্ষতার উপর। অনলাইনে ভাল আয় করা যায় এমন কিছু ওয়েবসাইট হল www.upwork.com Www.fiverr.com Www.freelancer.com Www.themeforest.net
যে বাক্যে গাণিতিক ধারণা সম্বলিত কোন উক্তি, প্রতীক, সংখ্যা বা রাশি থাকে, যা দেখে সহজেই সত্য-মিথ্যা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বলে।
পরিবেশ থেকে গৃহিত অক্সিজেন দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় কোষে অবস্থিত খাদ্যবস্তুকে জারিত করে খাদ্যে থাকা স্থিতিশক্তিকে তাপ ও গতিশক্তি হিসাবে মুক্ত করে এবং উপজাত পদার্থ হিসাবে পানি ও কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন করে তাকে শ্বসন বলে।
সাধারণত সম্পদ বলতে টাকাপয়সা, ধন-দৌলত প্রভৃতিকে বোঝায়।অর্থাৎ অর্থের বিনিময়ে কেনাবেচা করা যায় এমন বস্তুগত ও অবস্তুগত দ্রব্যকে সম্পদ বলে। সুতরাং যেসব দ্রব্যের উপযোগ রয়েছে,জোগান চাহিদার তুলনায় সীমাবদ্ধ যা হস্তান্তরযোগ্য এবং বাহ্যিক সত্তার অধিকারী,তাকেই অর্থনীতিতে সম্পদ বলা হয়।b
ভাষা আন্দোলনের ঘটনাবলি ধারাবাহিকভাবে লেখ। তোমাদের বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে পালন করা হয়েছিল তার একটি পর্যায় ক্রমিক বর্ণনা দাও।
স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয়?