তোমার এলাকার প্রধান প্রধান ফসলের নাম উল্লেখপূর্বক ফসল সমূহ চাষের কারন ও সেগুলোর জন্য জমি প্রুস্থতির বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি কর।
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
acimasud
আমাদের এলাকায় প্রধানত যেসব ফসল উৎপাদিত হয় সেগুলো হল
ধানঃ ধান আমাদের এলাকার প্রধান ফসল। ধান থেকে চাল হয়। আর সে চাল থেকে আমরা ভাত পাই। যেহেতু আমাদের প্রধান খাদ্য ভাত তাই প্রচুর পরিমাণে ধান লাগে। এই বিপুল পরিমাণ চাহিদা মেটাতে ধান চাষ করা হয়।
জমি প্রস্তুতঃ ধান চাষের জন্য শুরুতে জমিতে ২-৩ টি চাষ দিয়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, টিএসপি, এমপি ও জৈব সার প্রয়োগ করতে হবে। ২-৩ দিন অতিক্রান্ত হলে জমিতে পানি দিয়ে ২-১ টি চাষ দিতে হবে। এরপর মই দিয়ে জমি সমান করে চারা বোপন করতে হবে।
আলুঃ আলু আমাদের দেশের প্রধান সবজী। সারা বছরই আলুর চাহিদা থাকে। আলু যে কোন সবজীর সাথেই রান্না করা যায়। এ ছাড়া আলু দিয়ে আরও অনেক কিছুই তৈরি করা হয়। তাই এসব চাহিদা মেটাতে আলু চাষাবাদ হয়ে থাকে।
জমি তৈরিঃ নভেম্বরের মাঝামাঝি সময়ে আলুর মৌসুম শুরু হয়। প্রথমে জমি পরিস্কার করে একটি চাষ দিয়ে ইউরিয়া, টিএসপি, এমপি ও জৈব সার প্রয়োগ করতে হবে। ৪-৫ দিনের মাঝে আরও ২-৩ টি চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর লাঙল দিয়ে সারি সারি করে আলু বুনে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। মাটির আর্দ্রতা কমে গেলে সেচ দিতে হবে।
ভুট্টাঃ ভুট্টা দেশের অন্যতম চাহিদাসম্পন্ন অর্থকারী ফসল। হাঁস, মুরগী, মাছের খাবার তৈরিতে ভুট্টা ব্যবহার করা হয়। মানুষের খাবার হিসাবেও ভুট্টার প্রচুর চাহিদা আছে।
জমি তৈরিঃ ভুট্টা চাষের জন্য জমি তৈরি করা খুবই সহজ কাজ। ২ টি চাষ দিয়ে অল্প পরিমাণে সার দিতে হবে। এরপর লাঙল দিয়ে মাটি ফুড়ে সারি করে ভুট্টার বীজ বপন করতে হবে।