১৯৫২, ১৯৬৬, ১৯৭০ সাল বাংলাদেশের ইতিহাস বিনির্মানে অত্যন্ত গুরতপূর্ণ কিছু সময়। এর মাঝে কোন সালের ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অধিকতর প্রেরণা যুগিয়েছিল বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত তুলে ধর।
নির্দেশনা
১. উল্লিখিত সালগুলির সাথে সম্পর্কিত ঘটনাগুলি ধারাবাহিক ভাবে উল্লেখ করবে
২. যে ঘটনাটি মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে তা ব্যাখ্যা করবে।
৩. উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করবে
৪. নিজন্থ মতামত প্রদান করবে।
acimasud
১। ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু হয়। যার ফলে ১৯৬৬ সালে ৬ দফা উথাপন করা হয়৷ সসর্বশেষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়৷ যার ফলে আমরা স্বাধীনতা লাভ করি।
২। ভাষা আন্দোলন ও ৬ দফা দাবির ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ৬৯ এর গণ অভ্যথানের মাধ্যমে বাংলার স্বাধীনতা আন্দোলন আরও বেগবান হয়। ভাষা শহীদদের আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের অনেক প্রেরণা দিয়েছিল৷ যার ফলে তারা প্রাণপণে রণাঙ্গনে ঝাপিয়ে পড়ে। তাই বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ১৯৫২, ১৯৬৬, ১৯৭১ সাল বিশেষ স্মরণীয় হয়ে আছে।