নিবন্ধ রচনা: ‘‘অর্থায়নের ক্রমবিকাশ” (নিবন্ধ রচনার ক্ষেত্রে ভূমিকা, অর্থায়নের ধারণা, ক্রমবিকাশ এবং উপসংহার লিখতে হবে।)
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
acimasud
ভূমিকা
ব্যবসায়ের সম্প্রসারণ ও অধিক মুনাফার জন্য প্রয়োজন অর্থায়ন। অর্থায়ন নিশ্চিত করা গেলে ব্যবসায় সমৃদ্ধি আসে। অর্থায়নের ক্রমবিকাশের ধারণা বেশ পুরানো৷ অর্থায়নের ক্রমবিকাশ নিয়ে অনেকেরই ধারণা নেই। তাই আমরা এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক৷
অর্থায়নের ধারণা
মুলত ব্যবসার মুলধনকে সঠিকভাবে ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা বের করে আনার জন্যই অর্থায়নের ধারণা দেওয়া হয়। এই ধারণায় তহবিলকে সঠিকভাবে ব্যবস্থাপনার মতামত দেওয়া হয়।
তহবিলের সঠিক ব্যবস্থাপনা না হলে ব্যবসায় ভাল করা যায় না । কোন উৎস থেকে কতটুকু মুলধন সংগ্রহ করা হবে, কোথায় কতটুকু বিনিয়োগ করা হবে, কীভাবে সর্বোচ্চ মুনাফা বের করা যাবে এসবের ধারণা দিতেই অর্থায়নের আবির্ভাব হয়।
অর্থায়নের ক্রমবিকাশ
অর্থায়ন ধীরে ধীরে কয়েকটি ধাপে আজকের পর্যায়ে এসেছে। নিম্নে অর্থায়নের ক্রমবিকাশ তুলে ধরা হল।
১৯২০-৩০ঃ মুলত এ সময়টার মাঝে অর্থায়নের ধারণা দেওয়া হয়। তখন অর্থায়ন একবারেই প্রাথমিক অবস্থায় ছিল। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিগুলো আর্থিক বিবরণী বিশ্লেষণ করে তহবিল ব্যবস্থাপনা করত।
১৯৩০-৪০ঃ ১৯৩০ এর দিকে একত্রীকরনের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায়। দেখা দেয় অর্থনৈতিক মন্দা। ফলে অনেক কোম্পানি বাধ্য হয়েই অর্থায়নের দিকে ঝুঁকে। শেয়ার ছেড়ে সাধারণ মানুষ থেকে তহবিল সংগ্রহ করে মন্দা কাটানো হয়।
১৯৫০ঃ ৫০ এর দশকে অর্থায়নের বেশ বিকাশ ঘটে। এ সময় অর্থায়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে বিক্রি বৃদ্ধি ও মুনাফার দিকে নজর দেওয়া হয়।
১৯৭০ঃ এই দশকে কম্পিউটার আবিষ্কার হয়। যার কারণে অর্থায়নের হিসাব নিকাশ চলে গণিতের মাধ্যমে। কম্পিউটারের মাধ্যম সব কিছু বিশ্লেষণ করা সহজ হয় বিধায় অনেক কোম্পানি অর্থায়নের দিকে ঝুঁকে পড়ে।
১৯৯০ঃ ১৯৯০ সালে জন্ম নেয় বিশ্ব বাণিজ্য সংস্থা। যার ফলে বিশ্বব্যাপী আমদানি রপ্তানি অনেক বেড়ে যায়। ফলে অর্থায়ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে। তখন অর্থায়ন হয়ে পড়ে কম্পিউটার নির্ভর। কম্পিউটার দিয়ে সহজেই ঝুঁকি বের করা যেত। এভাবে ক্রমবিকাশ হয়ে আজকের রূপে এসেছে অর্থায়ন।
উপসংহার
আশা করি অর্থায়ন নিয়ে সব কিছু স্পষ্ট করতে পেরেছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যে অর্থের সঠিক ব্যবস্থাপনা ছাড়া ব্যবসা পরিচলনা করা কঠিন। এ সমস্যার কার্যকরী সমাধান অর্থায়ন।