স্বপ্নে বিয়ে দেখলে কি হয়?
Login to our social questions & Answers Engine to ask questions answer people's questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
স্বপ্নে কেউ বিয়ে করতে দেখা দ্বারা আসন্ন বিবাহ বুঝায় । স্বপ্নের সময় যদি বিয়ের পরিকল্পনা না থাকে তাহলে হয়তো যার সঙ্গে বিয়ে হতে দেখেছে তাদের বিয়ের প্রস্তাব দিবে । নিম্নোক্ত হাদীসটি ইহা নির্দেশ করে:
‘আয়েশা (রা : ) বলেছেন, রাসূল (সা: ) ইরশাদ করেন : (স্বপ্নে) তোমাকে আমার নিকট দুবার দেখানো হয়েছে তোমাকে আমি বিয়ে করার পূর্বেই । আমি দেখলাম একজন ফেরেশতা কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছে, আমি তাকে বললাম : তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম ইহা তুমি । আমি নিজে নিজে বললাম : যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে ইহা অবশ্যই হবে । অতঃপর তোমাকে পুনরায় দেখানো হলো । পরবর্তীতে আমি একই ফেরেশতাকে স্বপ্নে দেখলাম কাউকে রেশমী কাপড়ের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছেন এবং তাকে বললাম তাকে উন্মুক্ত করুন এবং আমি আশ্চর্য হয়ে দেখলাম পুনরায় ইহা তুমিই । আমি নিজে নিজে বললাম : যদি ইহা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে অবশ্যই ইহা ঘটবে ।
(সহীহ আল-বুখারী, খন্ড-৯, পৃ-১১৫-৭, নং-১৪০)
acimasud
যদি স্বপ্নে কেউ নিজের বিয়ে হচ্ছে দেখে তাহলে তার বিয়ে আসন্ন। খুব শীঘ্রই বিয়ে হবে৷ প্রমাণ হিসাবে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা (রা) এর বিয়ের ঘটনা উল্লেখ করা যায়৷ যা বুখারি শরিফে বর্ণিত হাদিস থেকে জানা যায়৷
তবে স্বপ্নে বিয়ে দেখলে সব সময় বাস্তবে বিয়ে নাও হতে পারে৷