সি প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা সম্ভব। এই প্রোগ্রামগুলো লিখতে স্টার(*), হ্যাস(#), বর্ণ(a-z), কমা(,), সেমিকোলোন(;), ব্রাকেট([{()}]) ইত্যাদি ব্যবহার করা হয় এদেরকে বলা হয় ক্যারেক্টার। এবং এর মাধ্যমে বিভিন্ন কোড লিখে তা কম্পাইল করে একটি এক্সিকিউটেবল ফাইল (.exe file) বানানো সম্ভব। কোডিং করার পর তা যদি সঠিকভাবে কমপাইল করা যায়, এবং এরকম একটি এক্সিকিউটেবল ফাইল (.exe file) বানানো সম্ভব হয় তাহলে সেটিকে বলা হবে একটি সফল কোডিং। আর এদের মধ্যে নূন্যতম একটি এক্সিকিউটেবল ফাইল বানাতে ঠিক কতগুলো ক্যারেক্টার ব্যবহার করতে হবে?
Hint:
#include <stdio.h>
int main(){
printf(“Hello!\n”);
return 0;
}
acimasud
৫ টি।